কাল আরেকটা paper পরীক্ষা হলে theory গুলো শেষ হয় | বাকি থাকলো practical | কিন্তু এই semester এ শুধু semester এর পরীক্ষা দিয়েই হচ্ছে না... সাথে আছে GSI , NET , তার পর GATE | বাপরে! পরীক্ষা দিতে দিতে হাপিয়ে উঠলাম!! আর ভাল্লাগছে না | এবার পড়াশুনা শেষ করে একটা চাকরি করতে ইচ্ছা করছে | GSI তা মোটেই খুব একটা ভালো দিলাম না | ওটায় পেয়ে গেলে ভালো হত কিন্তু কি করা যাবে, অনেক দিন আগে preparation নিতে শুরু করেছিলাম তারপর আর ধৈর্য রাখতে পারলাম না | যা মনে এসেছিল তাই লিখলাম | এর পরে আরও অনেক পরীক্ষা দিতে পারব কিন্তু কোনো তার জন্যই আলাদা করে প্রস্তুতি নেওয়া হবে কি না জানি না |
যাই হোক একেবারে খারাপ অবস্থাতেও নেই... এই মধ্যে TCS এর campus interview তে select করে নিয়েছে | joining কবে দেবে ঠিক নেই কিন্তু হাতে তো থাকলো একটা | join করার খুব যে ইচ্ছা আছে তা নয় কিন্তু কিছু না হলে তখন শেষ ভরসা এটাই হবে | দেখা যাক কি হয় |
অনেক দিন বেড়াতে জানি... খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে... পাহাড়... সমুদ্র... কুয়াশা... নিঝুম রাত... ঝিঁঝিপোকার ডাক...সবাই যেন ডাকছে আমাকে...