Tuesday, December 13, 2011

কিছু কথা

কাল আরেকটা paper পরীক্ষা হলে theory গুলো শেষ হয় | বাকি থাকলো practical | কিন্তু এই semester এ শুধু semester এর পরীক্ষা দিয়েই হচ্ছে না... সাথে আছে GSI , NET , তার পর GATE | বাপরে! পরীক্ষা দিতে দিতে হাপিয়ে উঠলাম!! আর ভাল্লাগছে না | এবার পড়াশুনা শেষ করে একটা চাকরি করতে ইচ্ছা করছে | GSI তা মোটেই খুব একটা ভালো দিলাম না | ওটায় পেয়ে গেলে ভালো হত কিন্তু কি করা যাবে, অনেক দিন আগে preparation নিতে শুরু করেছিলাম তারপর আর ধৈর্য রাখতে পারলাম না | যা মনে এসেছিল তাই লিখলাম | এর পরে আরও অনেক পরীক্ষা দিতে পারব কিন্তু কোনো তার জন্যই আলাদা করে প্রস্তুতি নেওয়া হবে কি না জানি না |
যাই হোক একেবারে খারাপ অবস্থাতেও নেই... এই মধ্যে TCS এর campus interview তে select করে নিয়েছে | joining কবে দেবে ঠিক নেই কিন্তু হাতে তো থাকলো একটা | join করার খুব যে ইচ্ছা আছে তা নয় কিন্তু কিছু না হলে তখন শেষ ভরসা এটাই হবে | দেখা যাক কি হয় |
অনেক দিন বেড়াতে জানি... খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে... পাহাড়... সমুদ্র... কুয়াশা... নিঝুম রাত... ঝিঁঝিপোকার ডাক...সবাই যেন ডাকছে আমাকে...

Wednesday, August 3, 2011

ফিরে এলাম

এই blog টি বহু দিন update করা হয়নি. পড়াশুনার কারণেই হোক আর অবহেলার জন্যই হোক অনেক দিন কিছু post করিনি. আজ হঠাত কিছু লিখতে ইচ্ছা হচ্ছে. যদিও লেখর মত বিশেষ কিছু নেই. তবু অনেক দিন পরে আমার ছোটবেলার diary টা ওল্টাতে ওল্টাতে বেশ ভালো লাগছিল. পুরনো দিন গুলো ফিরে পেয়ে এক তা অদ্ভুর feeling হচ্ছিল. তাই মনে হলো কিছু বিশেষ ঘটনা না ঘটলেও এমনিই লিখি. অনেক দিন পরে হয়ত নিজের এই blog টা খুলে দেখতে বেশ ভালো লাগবে. তাই এখন থেকে এখানে বাংলায় লিখব ঠিক করলাম.
এখন আমার M .Sc . এর final year . আর এক বছর ও নাই আমার college +university life এর. খুব কম কয়েক জন ছাড়া department এর senior most স্টুডেন্ট ভাবতেই কেমন একটা অন্য রকম লাগছে. আবার একটা দুশ্চিন্তা, বা বলা ভালো চিন্তাও হচ্ছে.. যদি এর মধ্যে একটা ভালো চাকরি না পাই? সবাই জানে এক বার pass করে গেলে department এ আর কোনো যাওয়ার জায়গা থাকে না. তখন কি করব? শুধু শুধু বাড়িতে বসে থাকব? হয়ত বেকার এই সব ভাবছি. হয়ত সব ঠিকঠাক মতই হয়ে যাবে... তবুও... UPSC পরীক্ষার ৪ মাস আগে দাড়িয়ে এই চিন্তা তা হচ্ছেই.