Wednesday, August 3, 2011

ফিরে এলাম

এই blog টি বহু দিন update করা হয়নি. পড়াশুনার কারণেই হোক আর অবহেলার জন্যই হোক অনেক দিন কিছু post করিনি. আজ হঠাত কিছু লিখতে ইচ্ছা হচ্ছে. যদিও লেখর মত বিশেষ কিছু নেই. তবু অনেক দিন পরে আমার ছোটবেলার diary টা ওল্টাতে ওল্টাতে বেশ ভালো লাগছিল. পুরনো দিন গুলো ফিরে পেয়ে এক তা অদ্ভুর feeling হচ্ছিল. তাই মনে হলো কিছু বিশেষ ঘটনা না ঘটলেও এমনিই লিখি. অনেক দিন পরে হয়ত নিজের এই blog টা খুলে দেখতে বেশ ভালো লাগবে. তাই এখন থেকে এখানে বাংলায় লিখব ঠিক করলাম.
এখন আমার M .Sc . এর final year . আর এক বছর ও নাই আমার college +university life এর. খুব কম কয়েক জন ছাড়া department এর senior most স্টুডেন্ট ভাবতেই কেমন একটা অন্য রকম লাগছে. আবার একটা দুশ্চিন্তা, বা বলা ভালো চিন্তাও হচ্ছে.. যদি এর মধ্যে একটা ভালো চাকরি না পাই? সবাই জানে এক বার pass করে গেলে department এ আর কোনো যাওয়ার জায়গা থাকে না. তখন কি করব? শুধু শুধু বাড়িতে বসে থাকব? হয়ত বেকার এই সব ভাবছি. হয়ত সব ঠিকঠাক মতই হয়ে যাবে... তবুও... UPSC পরীক্ষার ৪ মাস আগে দাড়িয়ে এই চিন্তা তা হচ্ছেই.